ম্যানহোলে পড়ে যাওয়ার ১৬ ঘণ্টা পর চিৎকার শুনে নারীকে উদ্ধার
ময়মনসিংহ নগরীতে ঢাকনাবিহীন ম্যানহোল দিয়ে ড্রেনে পড়ে যাওয়ার ১৬ ঘণ্টা পর এক নারীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই নারী সুস্থ আছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকাল ৮টার দিকে নগরীর পুলিশ লাইনস কাশর রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকনাবিহীন ম্যানহোল দিয়ে ড্রেনে পড়ে যান ওই নারী। পরে রাত ১২টার দিকে তার চিৎকার শুনে প্রায় ৩০ ফুট দূরে অপর এক ম্যানহোলের ঢাকনা খুলে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকারীদের একজন মো. রুমান আলী জানান, 'একজন রিকশাচালক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই নারীর চিৎকার শুনে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা ম্যানহোলের ঢাকনা খুলে তাকে উদ্ধার করেন।'
'পরে ওই নারীকে স্থানীয় এক ব্যক্তির বাসায় রাখা হয়। আজ সকালে তিনি নগরীর গলগন্ডায় তার বাড়ি চলে যান', বলেন তিনি।
স্থানীয় চা দোকানদার আব্দুর রহমানের ধারণা, ওই নারী সম্ভবত অসুস্থ ছিলেন। যে কারণে হাঁটার সময় অসতর্কতা-বসত ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি।
স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকমাস ধরে ঢাকনাবিহীন ম্যানহোলটি অরক্ষিত অবস্থায় ছিল।
স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, 'এমন অরক্ষিত ম্যানহোলে যে কেউ পড়ে যেতে পারেন। ওই নারী ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন।'
স্থানীয়রা আরও জানান, ওই এলাকায় পুলিশ লাইনস প্রাইমারি ও হাইস্কুলসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এবং প্রতিদিন শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে ওই রাস্তাটি ব্যবহার করে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অনাগ্রহী দেখা যায়।
ময়মনসিংহ পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক আইনজীবী শিব্বির আহমেদ লিটন বলেন, 'শহরের বিভিন্ন এলাকায় খোলা ম্যানহোল এখন নিয়মিত দৃশ্য। সিটি করপোরেশনের যথাযথ নজরদারি না থাকায় ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে।'
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, 'আজ তারা বিষয়টি জানতে পেরেছেন এবং তার একজন প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।'
নজরদারির অভাবের অভিযোগ অস্বীকার করে ওই প্রকৌশলী স্বীকার করেন যে, প্রায়ই ম্যানহোলের ঢাকনা তুলে নেওয়া হয়। এ ধরনের পরিস্থিতি রোধে তারা এখন আরসিসি পকেট স্লাব ব্যবস্থা ব্যবহার করছেন বলেও জানান তিনি।