কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র হাতে ‘কিশোর গ্যাংয়ের’ মহড়া

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা
3 January 2025, 18:58 PM

কুমিল্লায় প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্র হাতে মহড়া দিয়েছে।

শুক্রবার বিকেল সোয়া ৪টায় কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা ও রানীর দিঘীরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয়পক্ষের কিশোরদের হাতে চাপাটি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র ছিল। পরে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এখন পরিস্থিতি শান্ত আছে। শহরজুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।