গ্রেপ্তার-তল্লাশির ক্ষমতা পেলেন আইসিটির তদন্ত কর্মকর্তারা

By স্টার অনলাইন রিপোর্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে।

এখন থেকে তদন্ত কর্মকর্তারা সন্দেহভাজন ও অভিযুক্তদের গ্রেপ্তার করতে এবং প্রয়োজনে তল্লাশি ও জব্দ কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার।

গেজেটে ট্রাইব্যুনালের কার্যপ্রণালীর নিয়মে কিছু সংশোধন আনা হয়েছে। এর আগে, তদন্ত কর্মকর্তাদের গ্রেপ্তারের ক্ষমতা ছিল না।

জানতে চাইলে আইসিটির এক প্রসিকিউটর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগে তদন্ত কর্মকর্তারা অভিযুক্ত বা সন্দেহভাজনদের গ্রেপ্তার বা অনুসন্ধান ও জব্দ কার্যক্রম পরিচালনা করতে পারতেন না। এখন তারা সরাসরি গ্রেপ্তার ও তল্লাশি করতে পারবেন, যা তদন্ত প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করবে।'