বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

By নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট
3 October 2025, 17:38 PM

বাগেরহাটে এ এস এম হায়াত উদ্দিন (৪২) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় তার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হায়াত দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। তার বাড়ি বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালি এলাকায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল-হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিহত সাংবাদিকের বাড়িতে গেছে পুলিশ। কী কারণে কারা তাকে হত্যা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা জানার চেষ্টা করছে।'