ফরিদপুরে ভ্যানচালককে বেঁধে রেখে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ফরিদপুরের সালথা উপজেলায় উৎপল সরকার (২৬) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুরে সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজের কাছে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
উৎপল ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মারুফ বলেন, 'উৎপল নিয়মিত গোপালগঞ্জের মুকসুদপুর থেকে মাছ কিনে এনে স্থানীয় বাজারে বিক্রি করতেন। এদিন ভোররাত সাড়ে ৪টার দিকে মাছ কেনার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।'
গৌরদিয়া গ্রামের বাসিন্দাদের ভাষ্য, কালীতলা ব্রিজের রেলিংয়ের সঙ্গে ভ্যানচালক ফিরোজ মোল্লাকে বেঁধে রাখা হয়েছিল, তার চোখও বাঁধা ছিল। 'স্থানীয় বাসিন্দারাই ফিরোজের হাত ও চোখের বাঁধন খুলে দিয়েছিলেন। আমরা তাকে হেফাজতে নিয়েছি,' বলেন এই পুলিশ কর্মকর্তা।
ফিরোজের বরাত দিয়ে মারুফ আরও জানান, এই হত্যাকাণ্ডে তিন-চারজন অংশ নেন।
তিনি বলেন, 'উৎপলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। পূর্ব শত্রুতার জের নাকি টাকা ছিনিয়ে নিতে এই হত্যাকাণ্ড পুলিশ তা জানার চেষ্টা করছে।'