প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: তদন্ত প্রতিবেদন ২৬ জানুয়ারি

By স্টার অনলাইন রিপোর্ট
23 December 2025, 06:17 AM

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মামলার এজাহার গ্রহণ করে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। আদালতে দায়িত্বরত পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল এই মামলায় গ্রেপ্তার ১৫ জনকে আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। কারাগারে যাওয়া আসামিরা হলেন নাঈম ইসলাম (২৫), সাগর ইসলাম (৩৭), আহাদ শেখ (২০), মোহাম্মদ বিপ্লব (২০), নজরুল ইসলাম মিনহাজ (২০), মোহাম্মদ জাহাঙ্গীর (২৮), সোহেল রানা (২৫), মোহাম্মদ হাসান (২২), মোহাম্মদ রাসেল (২৬), আবদুল বারেক শেখ ওরফে আল আমিন (৩১), রাশিদুল ইসলাম (২৫), সাইদুর রহমান (২৫), আবুল কাশেম (৩৩), প্রান্ত শিকদার (২১) ও রাজু আহমেদ (৩৩)।

গত বৃহস্পতিবার কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল তেজগাঁও থানায় মামলাটি করেন প্রথম আলোর হেড অব সিকিউরিটি মেজর (অব.) সাজ্জাদুল কবির। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় দণ্ডবিধির (পেনাল কোড) ১৪৩, ১৪৭, ৪৪৮, ৩৫৩, ৪৩৬, ৩০৭, ৪২৭, ১০৯, ২০১, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনের ৬(১), বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশের ২৬(১) ধারা যুক্ত করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ভীতি প্রদর্শন, ক্ষতিসাধন, অফিসের কার্যক্রম ব্যাহত করা এবং পত্রিকার প্রকাশনা বন্ধ করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। হামলায় প্রথম আলোর প্রায় আড়াই কোটি টাকার মালামাল লুট এবং ভাঙচুর ও অগ্নিসংযোগে সব মিলিয়ে প্রায় ৩২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।