ডেইলি স্টার-প্রথম আলো কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

By স্টার অনলাইন রিপোর্ট
22 December 2025, 07:01 AM
UPDATED 22 December 2025, 13:46 PM

রাজধানীর কারওয়ানবাজারে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট 'অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত' উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে থানা পুলিশ ১৩ জন, সিটিটিসি তিনজন ও ডিবি একজনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো নয়। 

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, প্রথম আলো মামলা করেছে, ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি (গোয়েন্দা শাখা), সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) এবং অন্যান্য সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে এবং আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি।

তিনি বলেন, কতিপয় দুষ্কৃতকারী সবসময় সুযোগ-সন্ধানী, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করে এবং কোনো জায়গায় গ্যাঞ্জাম হলে সম্পদ, টাকা-পয়সা লুটের ইচ্ছায় সেখানে চলে যায়। পুলিশ-সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করেও তাদের নিবৃত করতে পারেনি। এমনকি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা ফায়ার সার্ভিসের গাড়িগুলো আটকে রেখেছিল।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে এরইমধ্যে মামলা হয়েছে। একজন আসামি মোহাম্মদ নাঈম (২৬) নগদ ৫০ হাজার টাকা লুট করে সেই টাকায় একটি টিভি ও একটি ফ্রিজ (রেফ্রিজারেটর) কিনেছে। সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। 

এ ছাড়া মো. আকাশ আহমেদ সাগর, মো. আব্দুল আহাদ, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেলা রানা, মো. আব্দুল বারেক শেখ ওরফে আল-আমিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা ও শফিকুল ইসলামকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

মোহাম্মদ প্রান্ত শিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাসেম ও রাজু হোসাইন চাঁদকে সিটিটিসি গ্রেপ্তার করেছে। মো. সাইদুর রহমানকে ডিবি গ্রেপ্তার করেছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে, জানায় ডিএমপি।