প্রার্থিতা ফিরে পেলেন সাদিক আব্দুল্লাহ

By স্টার অনলাইন রিপোর্ট
18 December 2023, 07:08 AM
UPDATED 19 December 2023, 16:51 PM

হাইকোর্ট রিট গ্রহণ করায় প্রার্থিতা ফিরে পেয়েছেন বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

তার মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট করেছিলেন তিনি।

আজ সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর ও বিচারপতি মো. বশিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন গ্রহণ করেন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক। আবেদন মঞ্জুর হওয়ায় সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা।