নির্বাচনে অংশ নিতে বাধা নেই মাহমুদুর রহমান মান্নার

By স্টার অনলাইন রিপোর্ট
29 December 2025, 07:04 AM

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার আদালত। ফলে তার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করতে আর কোনো আইনি বাধা নেই।

আজ সোমবার আট সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

মান্নাকে ঋণখেলাপি হিসেবে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

একই সঙ্গে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের একটি আদেশও স্থগিত করেন। গত ২৪ ডিসেম্বর হাইকোর্ট ওই আদেশে মান্নার করা রিট আবেদন খারিজ করেছিলেন। সেই রিটে বাংলাদেশ ব্যাংককে সিআইবি তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল।

মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদেশের পর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া এবং আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মান্নার আর কোনো আইনি রইল না।

তিনি আরও জানান, প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মান্নার করা আবেদনের পরিপ্রেক্ষিতেই চেম্বার বিচারপতি এই আদেশ দেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার আবদুল কাইয়ুম আদালতে উপস্থিত ছিলেন।