মান্না, আজাদসহ ৩৪ জনের মনোনয়নপত্র বাতিল

By নিজস্ব প্রতিবেদক
3 January 2026, 05:29 AM

যাচাই-বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদসহ ৮ জেলায় অন্তত ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ আপাতত বন্ধ হয়ে গেল।

কক্সবাজার-২ আসনের প্রার্থী হামিদুর রহমান আজাদের একটি মামলার নথিপত্র সঠিকভাবে জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এম এ মান্নান। আজাদের আইনজীবী মো. আরিফ জানিয়েছেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবেন।

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার হলফনামায় মামলার তথ্যে ঘাটতি ও আর্থিক বিবরণীতে অসংগতির কারণে মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল হয়েছে হলফনামার সঙ্গে সম্পদ বিবরণী ফরম জমা না দেওয়ায়।

মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিনের সমর্থক ভোটারদের স্বাক্ষরে গরমিল পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূর মহল আশরাফী। একই কারণে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী মীর সরাফত আলী সপু ও মোমিন আলীর মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

পাবনা-১ আসনে প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার মিরু ও ইউনুস আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাঈদ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, একই কারণে নাটোর-১, নাটোর-২ ও নাটোর-৪ আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুড়িগ্রাম-৩ আসনে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেককে অযোগ্য ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

কুমিল্লায় জামায়াত ও জাতীয় পার্টির প্রতিনিধিসহ ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের দায়ে কুমিল্লা-৩ আসনে জামায়াতের ইউসুফ সোহেল এবং অসম্পূর্ণ আর্থিক বিবরণীর কারণে জাতীয় পার্টির ইফতেখার আহসানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া স্বাক্ষরে অসংগতির কারণে কুমিল্লা-৫ আসনে সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কফি রতনের প্রার্থিতা বাতিল হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া-১ এবং চারজন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী ছিলেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

(প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট জেলাগুলোর প্রতিনিধিরা তথ্য দিয়ে সহায়তা করেছেন)