নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর মরদেহ মিলল শীতলক্ষ্যায়

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ
7 November 2022, 17:02 PM

নিখোঁজের ২ দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ফারদিন নূর পরশ (২৪) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদক ছিলেন।

তিন ভাইয়ের মধ্যে বড় ফারদিন পরিবারের সঙ্গে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় থাকতেন।

তার বাবা নূরউদ্দিন রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত শুক্রবার রাত সাড়ে ১১টার পর থেকে ফারদিনের মোবাইল ফোন বন্ধ ছিল। তার সর্বশেষ অবস্থান ছিল রামপুরা থানা এলাকায়।'

'কোথাও তার খোঁজ না পেয়ে ওই থানায় শনিবার একটি সাধারণ ডায়েরিও করা হয়। আজ সন্ধ্যায় নৌ পুলিশের ফোন পেয়ে নারায়ণগঞ্জে গিয়ে ফারদিনের মরদেহ শনাক্ত করি,' বলেন তিনি।

নূরউদ্দিনের সহকর্মী নাবিন চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'রামপুরা থানায় জিডি করার পর পুলিশ ফারদিনের মোবাইল ট্র্যাকিং করে কেরানীগঞ্জ ও ডেমরার দুটি লোকেশন পেলে সেখানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।'

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মরদেহটি নৌ পুলিশ উদ্ধার করেছে। তবে এই বিষয়ে মামলা হবে সিদ্ধিরগঞ্জ থানায়।'