কোটা বাতিলে আন্দোলন: শাহবাগ অবরোধ

By স্টার অনলাইন রিপোর্ট
4 July 2024, 07:19 AM
UPDATED 4 July 2024, 13:33 PM

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলসহ কয়েকটি দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুপুর সাড়ে ১২টার দিকে তারা শাহবাগে অবস্থান নেয়। এর আগে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

gaza_food.jpg
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: আনিসুর রহমান/ স্টার

শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগসহ আশেপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের সংবাদদাতারা জানিয়েছেন, এসময় বাংলামোটর-শাহবাগ, শাহবাগ-সায়েন্স ল্যাব এবং শাহবাগ-কাকরাইলের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে শাহবাগে অবস্থান নিতে দেখা গেছে।