পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে দুদকে তলব

By স্টার অনলাইন রিপোর্ট
24 October 2024, 05:21 AM
UPDATED 24 October 2024, 12:07 PM

অর্থ পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার দুদকের মানি লন্ডারিং শাখার উপ-পরিচালক মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ সরাফাতের বাসভবনে পাঠানো হয়।

তাকে আজ সকাল ১০টায় সেগুনবাগিচায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। ১৬ অক্টোবর নোটিশ পাঠানো হলেও গতকাল বুধবার এ তথ্য প্রকাশ্যে আসে।

এ প্রতিবেদন লেখার সময়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত নফিজ সরাফাত বা তার কোনো প্রতিনিধি দুদকে হাজির হননি।

দুদকের নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ে হাজির হয়ে জবানবন্দি দিতে ব্যর্থ হলে অভিযোগের ব্যাপারে অভিযুক্তের কোনো বক্তব্য নেই বলে বিবেচিত হবে।

নফিজ সরাফাত ও অন্যদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ষড়যন্ত্রের পাশাপাশি অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দুদকের একটি বিশেষ ইউনিট এসব অভিযোগ তদন্ত করছে এবং প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।