ঢাকা-বরিশাল রুটে অক্টোবর থেকে চলবে প্যাডেল স্টিমার: নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা-বরিশাল রুটে আগামী মাস থেকে প্যাডেল স্টিমার চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, 'বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ। আগামী অক্টোবর মাস থেকেই এই জাহাজ চলাচল শুরু হবে।'
বরিশালবাসীর নৌযাত্রায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে প্যাডেল স্টিমার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
এদিন নৌপরিবহন উপদেষ্টা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, 'উপদেষ্টা পরিষদ খুবই স্পষ্টভাবে জানিয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে, সে সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।'
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এর পেছনে নানা কারণও আছে। তবে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।'