নরসিংদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত
নরসিংদীর মনোহরদী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন মনোহরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান।
নিহত মোস্তফা জোয়ারদার (৫২) মনোহরদী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বাচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন মোস্তফা। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি (তদন্ত) মাহতাবুর রহমান বলেন, মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।