নরসিংদীতে সুতা কারখানায় আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: স্টার
নরসিংদীর শিলমান্দীতে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে 'এন আর স্পিনিং মিলে' আগুনের সূত্রপাত ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মো. রফি।
তিনি বলেন, স্থানীয়রা প্রথমে মিলের তুলা রাখার অংশ থেকে আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ও নরসিংদী সদরের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা লাগে। পরে পলাশ থেকে আরও দুটি ইউনিট অংশ নেয়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।