পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানের বেড়ায় আগুন

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর
7 December 2025, 16:04 PM
UPDATED 7 December 2025, 22:16 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য সংরক্ষিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

আজ রোববার ভোররাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে যাচ্ছিলাম। সেসময় কবরস্থানে আগুন দেখতে পাই। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজখানার ছাত্ররা এসে আগুন নেভায়। 

তিনি আরও বলেন, কবরস্থানে কেউ আগুন লাগিয়েছে। কারণ এখানে বিদ্যুৎ নেই। এটি পরিকল্পিত নাশকতা।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. সজীব হোসেন ডেইলি স্টারকে বলেন, তিন একরের বেশি জায়গা নিয়ে ১৯৪৬ সালে তারাপুর কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে কবরস্থানের প্রায় চার শতাংশ জায়গা সংরক্ষিত করে ঘিরে রাখা হয়। সেখানে পাঁচজন মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়েছে। 

তিনি আরও বলেন, আগুন দেওয়ার কারণে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত অংশের একশ ফুটের মতো প্লাস্টিকের বেড়া পুড়ে গেছে। এর মতো ন্যক্কারজনক কাজ আর হতে পারে না।

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক মো. সমশের আলী বলেন, এটা স্বাধীনতাবিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তারা এটা করেছে। 

এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

থানার পরিদর্শক আব্দুল গণি বলেন, ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় আগুন দিয়েছে। এই ঘটনায় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেখে মনে হয়েছে, পেট্রল জাতীয় কিছু দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া সীমানা বেড়া দ্রুত সংস্কার করা হবে। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।