বেগম রোকেয়াকে রাবি শিক্ষকের ‘মুরতাদ কাফির’ মন্তব্যে শিক্ষার্থীদের ক্ষোভ
নারী অধিকার ও নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের 'মুরতাদ কাফির' মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার রাবি পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান ফেসবুকে তার ব্যক্তিগত প্রোফাইলে লেখেন, 'আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।'
এ পোস্টের প্রতিক্রিয়ায় রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর বলেছেন, 'বেগম রোকেয়ার লেখায় তার সময়ের আর্থ-সামাজিক বাস্তবতা দ্বারা গঠিত সংস্কারবাদী চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে। কেউ যদি তাকে ধর্মীয় ব্যাখ্যার ওপর ভিত্তি করে ট্যাগ দেয়, তবে সেটি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এটা নিয়ে জ্ঞানীদের আলোচনা করা উচিত।'
রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা বলেন, 'এ ধরনের মন্তব্য পুরো নারীজাতিকে হেয় করে।'
আরেক শিক্ষার্থী তাসিন খান বলেন, 'বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। তার জীবন ও কর্ম আমাদের সমাজে নারীর অধিকার, শিক্ষা ও মুক্তির জন্য এক অনন্য আলোকবর্তিকা। তাই তাকে নিয়ে কোনো শিক্ষক বা শিক্ষিত ব্যক্তির কটূক্তি শুধু একজন মহীয়সী নারীর প্রতি অসম্মান নয়, বরং সেই শিক্ষকের হীনমন্যতার প্রমাণ।'
'নারীকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য যে নারী কলমকে অস্ত্র করেছিলেন, তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এমন মন্তব্য বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক,' যোগ করেন তিনি।
এ বিষয়ে খন্দকার মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'পোস্টটি আমার ব্যক্তিগত ধর্মীয় বোঝাপড়ার আলোকে দিয়েছি। মূল পোস্টে এর বিস্তারিত ব্যাখ্যা আছে।'
উল্লেখ্য, ৯ ডিসেম্বর দেশে বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়।