অর্থ লুটে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা করেন মোরসালিন: পুলিশ
রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যার ঘটনায় আটক মোরসালিন ইসলাম (২২) প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার সকালে জেলা পুলিশ লাইনসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মোরসালিনকে আটক করা হয়। তিনি ডিগ্রি কলেজের শিক্ষার্থী। পাশাপাশি তিনি টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবেও কাজ করেন। মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার কয়েকদিন আগে তিনি তাদের বাড়িতে টাইলসের কাজ করেছিলেন।
এসপি মারুফাত হুসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসালিন হত্যার দায় স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি ধারাল দা ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বীকারোক্তিতে মোরসালিন জানান, তার প্রায় আট হাজার টাকার মতো ঋণ ছিল। সেই ঋণশোধ করতে তিনি অর্থ লুটের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ৬ ডিসেম্বর রাতে তিনি যোগেশ রায়ের বাড়িতে যান। সেসময় সঙ্গে থাকা কুড়াল দিয়ে প্রথমে সুবর্ণাকে, পরে যোগেশকে কুপিয়ে হত্যা করেন। এরপর আলমারির তালা ভেঙে কোনো অর্থ পাননি। পরে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় বাড়ির পাশের পুকুরে কুড়ালটি ফেলে দেন।
গত ৭ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় নিজ বাড়ি থেকে যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা (৬৫) রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। যোগেশ চন্দ্র ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন।