হাদিকে নিতে সিঙ্গাপুর থেকে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স

By নিজস্ব প্রতিবেদক, ঢাকা
15 December 2025, 06:42 AM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স। আজ রোববার সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, হাদিকে নিয়ে উড়োজাহাজটির আজ বেলা দেড়টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে।

গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে জরুরি টেলিকনফারেন্সে হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত দুই দিন ধরে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে যোগাযোগ করেছে।

বিমানবন্দর ও এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, হাদির সুষ্ঠু ও দ্রুত চিকিৎসার স্বার্থে এয়ার অ্যাম্বুলেন্সের আসা ও যাওয়ার বিষয়টি সমন্বয় করা হয়েছে।