হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, নিশ্চিত হওয়া যায়নি: বিজিবি

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ
15 December 2025, 11:44 AM
UPDATED 15 December 2025, 18:03 PM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

আজ সোমবার সকাল ১১টার দিকে বিজিবি ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, গত ১২ ডিসেম্বর ঢাকায় ওসমান হাদির ওপর গুলির ঘটনা ঘটে। ওইদিন বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন ১১ ডিসেম্বর সন্দেহভাজন হিসেবে ফিলিপ স্নাল নামে এক ব্যক্তিকে আটক করতে নালিতাবাড়ী উপজেলায় যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশ। তবে ফিলিপকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ফিলিপের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ফিলিপের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকায়। মানব পাচারে জড়িত চক্রগুলোর কাছ থেকে ফিলিপের সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য পাওয়া যায়। হামলাকারীরা সীমান্ত পার হয়েছেন কি না, এটা ফিলিপ ভালো বলতে পারবেন। ফিলিপকে আটক করা গেলে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বিজিবির সেক্টর কমান্ডার বলেন, আজ ভোরে ফিলিপের আত্মীয় বেঞ্জামিন রিচান ও তার বন্ধু শিশৌলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।