সাতক্ষীরায় মহেন্দ্র-ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে মা-ছেলে নিহত

By নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা
16 December 2025, 11:34 AM

সাতক্ষীরা তালা উপজেলায় মহেন্দ্র, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন মহেন্দ্রের আরও ৬ যাত্রী।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উপজেলার ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুর কবির।

নিহতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার শাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩৫) ও তার ছেলে মোস্তাকিম ইসলাম (৮)।

আহতরা হলেন—খুলনা সদর উপজেলার মোয়াজ্জেম হোসেন (৫৩), রূপসা উপজেলার দিয়াড়া এলাকার খাইরুল আলম (৩৮), পাইকগাছা উপজেলার কুপিলমুনি এলাকার মিনু (৩৫), দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার নুরুজ্জামান (৩৫), কালীগঞ্জ উপজেলার রতনপুর এলাকার তাপস (৩৭) ও তালা উপজেলার ভারসা মনোয়ারা বেগম (৫৫)।

আহত মনোয়ারা বেগম বলেন, তালা থেকে একটি মহেন্দ্র সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে ভৈরবনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলের সঙ্গে মহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রটি সড়কের পাশে উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত মহেন্দ্রর ৬ যাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আক্তার মারুফ ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে আনার আগেই দুজন মারা গেছেন। হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন। আহতদের মধ্যে দুজন নারী। 

ওসি এইচ এম লুৎফুর কবির জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

খুলনার খর্নিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. নুরুজ্জামান জানান, দুর্ঘটনায় কবলিত মহেন্দ্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।