হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

By নিজস্ব সংবাদদাতা, ঢাবি
26 December 2025, 10:40 AM
UPDATED 26 December 2025, 20:00 PM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চ ও জুলাই মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে তারা শাহবাগে রাত কাটাতেও প্রস্তুত বলে জানান তিনি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও শাহবাগে অবস্থান কর্মসূচি চলছিল। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে জানানো হয়, শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে একটি মিছিল শাহবাগ মোড় অবরোধ করে। দুপুর আড়াইটার দিকে অবরোধ শুরু হয় এবং এরপর থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রাম

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চ চট্টগামের আহ্বানে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

পরে এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শেষ হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার দাবিতে স্লোগান দেন। সমাবেশে জুলাই ইউনিটির সংগঠক আবরার হাসান রিয়াদ অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, 'সরকার আসামিদের গ্রেপ্তার করতে সম্পূর্ণ ব্যর্থ। যে সরকার ৩ সপ্তাহ পার হলেও মূল সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারেনি, তারা সম্পূর্ণ ব্যর্থ।'

ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, 'শহীদ ওসমান হাদির আদর্শ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয়। তার সংগ্রাম ছিল আধিপত্যের বিরুদ্ধে।'

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।