ঘন কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরে নামেনি ৮ ফ্লাইট

By স্টার অনলাইন রিপোর্ট
27 December 2025, 08:37 AM

ঘন কুয়াশার কারণে রানওয়ে স্পষ্ট দেখা না যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮টি ফ্লাইটকে নিরাপত্তার স্বার্থে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

এর মধ্যে ৩টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি কলকাতা বিমানবন্দরে এবং ১টি ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

আজ শনিবার এসব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

বিমানবন্দর সূত্র জানায়, আবহাওয়া স্বাভাবিক হলে বিমান চলাচল পুনরায় সচল হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।