ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালালে নামেনি ৮ ফ্লাইট

By স্টার অনলাইন রিপোর্ট
4 January 2026, 06:30 AM
UPDATED 4 January 2026, 12:35 PM

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আটটি ফ্লাইটকে অন্যান্য বিমানবন্দরে পাঠানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রোববার নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটগুলোকে ডাইভার্ট করা হয়।

এর মধ্যে ⁠ছয়টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে, একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট হ্যানয় বিমানবন্দরে পাঠানো হয়।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় স্বাভাবিক বিমান চলাচল শুরু হয় বলে জানায় কর্তৃপক্ষ।