পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বাসস
বাসস
31 December 2025, 04:32 AM

ঘন কুয়াশার কারণে ফেরির দৃশ্যমানতা ব্যাহত হওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

আজ বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে তথ্য জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর রুট সম্পূর্ণরূপে ঢেকে যাওয়ায় অনিবার্য পরিস্থিতি এড়াতে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

তিনি জানান, এ সময় চারটি ফেরি শাহ মকদুম, ভাইগর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে আটকা পড়ে। এ ছাড়া পাঁচটি ফেরি ঢাকা, খান জাহান আলী, শাহ কেরামত আলী, গোলাম মওলা ও হাসনা হেনা পাটুরিয়া ঘাটে আটকা পড়ে।

ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হবে বলেও জানান বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক।