৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু 

বাসস
বাসস
31 December 2025, 07:00 AM

৫ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পাওয়ার কারণে আজ বুধবার ভোর সাড়ে ৪টা থেকে নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ ছিল।

পরে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় পদ্মা নদীর দৃশ্যমানতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে বলে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ ছিল। 

৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সমস্ত ফেরি এখন সম্পূর্ণ লোডসহ স্বাভাবিকভাবে চলছে।