ফরিদপুরে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ বিটিআরসির

By স্টার অনলাইন রিপোর্ট
12 November 2022, 04:53 AM
UPDATED 12 November 2022, 11:27 AM

ফরিদপুরে আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির গণসমাবেশ শুরু হবে। এর মধ্যেই ফরিদপুরে আজ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

টেলিকম অপারেটরদের সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

ফরিদপুরের মোবাইল ব্যবহারকারীরা জানান, আজ সকাল সাড়ে ৯টা থেকেই তারা মোবাইলের ইন্টারনেটে গতি ঠিকমতো পাচ্ছেন না।

টেলিকম অপারেটরদের সূত্র জানায়, ফরিদপুর জেলায় আজ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখতে বিটিআরসি থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

থ্রিজি ও ফোরজি প্রযুক্তি মূলত মোবাইলে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। আর ফোন করার পরিষেবা দেয় টুজি। টুজি সেবা চালু তাকায় ফরিদপুরের মোবাইল ব্যবহারকারীরা ফোন করতে পারছেন। কিন্তু, ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

এর আগে গত ২২ অক্টোবর বিএনপির সমাবেশের দিন খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল।