জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

By স্টার অনলাইন রিপোর্ট
28 December 2025, 17:34 PM
UPDATED 28 December 2025, 23:40 PM

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ রোববার পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে।

আজ রোববার এক বিবৃতিতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 'আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।'

এখনো এই সমাবেশের জন্য নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

এর আগে গত ২৪ ডিসেম্বর জামায়াতে ইসলামী জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করবে দলটি।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সে সময় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছিলেন।