অবশেষে বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা
নাটকীয় অপেক্ষার পর অবশেষে খ্যাতনামা কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সোমবার এনএসসি এই আনুষ্ঠানিকভাবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবির ইতিহাসে রুবাবা দৌলা দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এর আগে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু বিসিবির ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে কাজ করেন। নতুন এনএসসি-মনোনীত পরিচালক হিসেবে আজকের বোর্ড সভায় যোগ দেওয়ার কথা রয়েছে রুবাবার।
এনএসসির এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি পদত্যাগ করা ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। ৬ অক্টোবর ঢাকার এক হোটেলে অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক নামের দুই ব্যবসায়ীকে পরিচালক হিসেবে নিয়োগ দেয় এনএসসি। গঠনতন্ত্র অনুযায়ী দুজন পরিচালক নিয়োগের এখতিয়ার আছেন তাদের।
তবে নিয়োগের পরই ইসফাককে নিয়ে তৈরি হয় বিতর্ক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে খবর বেরুলে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, তখন জানা যায় রুবাবাকে পরিচালক করছে এনএসসি। কিন্তু এরপর আর কোন বিজ্ঞপ্তি দিচ্ছিলো না তারা। দীর্ঘ তিন সপ্তাহ ইস্যুটি ঝুলন্ত রেখে দেওয়া হয়।
অবশেষে সোমবার পরিষদ স্পষ্ট করে জানায়, ইসফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার পরই রুবাবা দৌলার নাম প্রস্তাব ও অনুমোদন করা হয়েছে। বর্তমানে রুবাবা দৌলা অরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখাশোনা করেন। গ্রামীণফোন ও এয়ারটেলের মতো শীর্ষ প্রতিষ্ঠানে দীর্ঘদিনের নেতৃত্ব অভিজ্ঞতা রয়েছে তার।
করপোরেট ক্যারিয়ারের পাশাপাশি ক্রীড়া প্রশাসনেও রুবাবা দৌলা সক্রিয় ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য।