বিসিবির নারী উইংয়ের নতুন চেয়ারম্যান রুবাবা

By ক্রীড়া প্রতিবেদক
18 November 2025, 12:37 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার কার্যকরি কমিটির দায়িত্বগুলো পুনর্বিন্যাসের করেছে। আব্দুর রাজ্জাককে সরিয়ে নারী বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রুবাবা দৌলাকে।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন হিসেবে গত ৩ নভেম্বর রুবাবা পরিচালক হিসেবে যোগ দেন। এতদিন বিসিবির কোনো স্থায়ী কমিটিতে দায়িত্ব পাননি, যদিও তিনি জাতীয় নারী দলের সদস্যদের জড়িত করে সাম্প্রতিক অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন।

রুবাবাকে নারী উইংয়ের প্রধান করায় আব্দুর রাজ্জাক পাচ্ছেন  হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব। সেই সঙ্গে নারী উইংসের ভাইস-চেয়ারম্যানও থাকছেন রাজ্জাক।

হাই-পারফরম্যান্স ইউনিট থেকে খালেদ মাসুদ পাইলটকে সরিয়ে তাকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এতদিন এই কমিটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের কাছেই রেখেছিলেন।