ইয়ানসেনের তোপে ঘরের মাঠে ‘ধবলধোলাইয়ের’ শঙ্কায় ভারত

By ক্রীড়া প্রতিবেদক
24 November 2025, 10:40 AM
UPDATED 24 November 2025, 17:07 PM

ভারতীয় সমর্থকরা ভেবেছিলো কি আর হচ্ছেটা কি? দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে ধরাশায়ী করা এক সময় তাদের জন্য রুটিন কাজ। সেই প্রোটিয়ারা এবার রিশভ পান্তদের দিচ্ছে চরম বিব্রতকর সময়। কলকাতায় প্রথম টেস্ট জেতার পর গৌহাটিতেও দাপট দক্ষিণ আফ্রিকার। মার্কো ইয়ানসেনের তোপে ভারতকে ফলোঅনে ফেলে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তারা।

সোমবার তৃতীয় দিন শেষে দ্বিতীয় টেস্টের পরিস্থিতি বলছে এই জায়গা থেকে জিততে পারে একটাই দল- দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৪৮৯ রান করার পর স্বাগতিক দলের ইনিংস শেষ হয়ে গেছে স্রেফ ২০১ রানে। বাঁহাতি পেসার ইয়ানসেন ৪৮ রানে নিয়েছেন ৬ উইকেট।

ভারত ফলোঅনে পড়লেও ফলোঅন করাননি টেম্বা বাভুমা। আবার ব্যাট করতে নেমে ৮ ওভারে বিনা উইকেটে ২৬ রান করেছে তারা। হাতে সবগুলো উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার লিড এখন ৩১৪ রানের।

আগের দিনের বিনা উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করেন দুই ওপেনার যশভি জয়সওয়াল ও লোকেশ রাহুল। উদ্বোধনী জুটি এগুতে থাকে বেশ ভালোভাবে।

৬৩ বলে ২২ করা রাহুলকে ফিরিয়ে এই জুটি ভেঙে যেন উইকেট পতনের দ্বার খুলে দেন কেশব মহারাজ। ৩১ রান যোগ হতে আরেক ওপেনার জয়সওয়াল ৯৭ বলে ৫৮ করে শিকার হন সাইমন হার্মারের। এরপর যেন তাসের ঘর ভারতের ইনিংস। ২৬ রানের মধ্যে একে একে ফিরে যান সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রিশভ পান্ত, নিতিশ রেড্ডি ও রবীন্দ্র জাদেজা। সুদর্শকে থামান হার্মার। বাকি উইকেটগুলো নিয়ে নেন ইয়ানসেন।

আগের টেস্টে তিনে খেলা ওয়াশিংটন সুন্দর এবার নামেন আটে, তিনিই ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। কুলদীপ যাদবকে নিয়ে ইনিংসের সবচেয়ে বড় ৭২ রানের জুটি গড়েন সুন্দর। ৯২ বলে ৪৮ করা সুন্দরকে হার্মার তুলে নিলে বাকি দুই উইকেট দ্রুত তুলে নিয়ে ইনিংস মুড়ে দেন ইয়ানসেন।