ছক্কার রাজা এখন রোহিত শর্মা
রোহিত শর্মা শুধু রান সংগ্রহ করেননি, ছিলেন বোলারদের দুঃস্বপ্ন, আর মাঠজুড়ে ছক্কার ঝড় তোলা এক ঠাণ্ডা মাথার হত্যাকারী। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি আবারও প্রমাণ করলেন কেন তাঁকে 'হিটম্যান' বলা হয়।
মাত্র ৫১ বলে ৫৭ রানের ইনিংসে ভারতের এই সাবেক অধিনায়কের তিনটি চিরচেনা উড়ন্ত ছক্কা শুধু স্কোরবোর্ড নয়, ইতিহাসের পাতাও কাঁপিয়ে দিয়েছিল। সেই তিন আঘাতে রোহিত পৌঁছে যান ৩৫২ ওয়ানডে ছক্কায়, পিছনে ফেললেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে এবং উঠে আসেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ছক্কাধারীর আসনে।
রোহিতের এই আরোহন যেন অনেকটা আগেই লেখা ছিল। পাওয়ার-হিটিংয়ের দরজা একবার খুলে গেলে সংখ্যাগুলো হয়ে ওঠে প্রায় অবিশ্বাস্য। ক্যারিয়ারের উত্থানের পর ১৬৭ ইনিংসে তার ছক্কার সংখ্যা ৩১৬, প্রতি ২৭ বলেই একটি ছক্কা। তুলনায় জস বাটলর ও ইয়ন মর্গান একই সময়ে ১৫০-এর ঘর ছোঁয়ার পরও ছিলেন বহু দূরে।
নেতৃত্ব পাওয়াটা যেন রোহিতের ব্যাটে আরও ধার এনে দেয়। ২০২২ থেকে ভারতকে তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে গিয়ে তার প্রতি ছক্কায় বলের সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ১৭.৬৯। শুধু ওয়ানডে অধিনায়কত্ব বিবেচনা করলেও তার ছক্কার হার একই রকম ভয়াবহ, ৫৫ ইনিংসে ১২৬ ছক্কা, যা অধিনায়ক হিসেবে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
ছক্কার রাজত্বে রোহিতের নেই কোনো সীমানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ছক্কার সংখ্যা ৯৩টি, এক দেশের বিপক্ষে সর্বোচ্চ। ভারতের মাটিতে তার ছক্কা ১৮২টি, যা এক দেশে সবচেয়ে বেশি। এক ক্যালেন্ডার বছরে করেছেন ৬৭ ছক্কা, যা আর কেউ পারেনি। ওয়ানডে বিশ্বকাপে তার নামের পাশে ৫৪ ছক্কা, এর মধ্যে শুধু ২০২৩ বিশ্বকাপেই ৩১, দুই ক্ষেত্রেই রেকর্ড একাই তার।
আজ ওয়ানডেতে তার ৩৫২ ছক্কা তাকে ইতিহাসের একমাত্র শীর্ষে দাঁড় করিয়েছে, ৩০০-ক্লাবে তার সঙ্গী কেবল ক্রিস গেইল। সব মিলিয়ে তিন ফরম্যাটে রোহিতের ছক্কার সংখ্যা ৬৪৫, গেইলের চেয়েও প্রায় শতাধিক বেশি। টি-টোয়েন্টিতে ২০৫ ছক্কা নিয়ে তিনি এখনো সর্বোচ্চ। আর টেস্টেও তার নাম আছে উঁচুতে -৮৮ ছক্কা, যেখানে তার সামনে কেবল রিশাভ পান্ত (৯৪) ও বিরেন্দ্র সেহওয়াগ (৯১)।
রোহিত শর্মা শুধু ছক্কায় রেকর্ড ভাঙেন না, তিনি প্রতিবারই তা নতুনভাবে লিখে দেন। তার ব্যাট উঠলেই গ্যালারি শ্বাস আটকে অপেক্ষা করে পরের আঘাতের। কারণ রোহিত মানেই ছক্কা, ছক্কা মানেই রোহিত।