রোহিতের পর কোহলির রেকর্ডও ভাঙলেন বাবর, সিরিজ পাকিস্তানের

By স্পোর্টস ডেস্ক
2 November 2025, 01:16 AM

আগের ম্যাচে ভারতের রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নতুন একটি কীর্তিতে নাম লেখালেন পাকিস্তানের তারকা ব্যাটার। ভারতের আরেক কিংবদন্তি বিরাট কোহলিকে টপকে এই সংস্করণে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন তিনি।

লাহোরে শনিবার সিরিজ নির্ধারণী লড়াইয়ে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন বাবর। তিনে নেমে ৪৭ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে নয়টি চার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি ছুঁয়ে ম্যাচসেরাও নির্বাচিত হন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

ক্রিকেটের এই সংস্করণে বাবরের এটি ৪০তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস। পাকিস্তানের হয়ে ১৩১ ম্যাচ খেলে ৩৭টি ফিফটির পাশাপাশি করেছেন তিনটি সেঞ্চুরি। তিনি শীর্ষে ওঠায় পেছনে পড়ে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে অবসরে যাওয়া কোহলি। ভারতের জার্সিতে ১২৫ ম্যাচে তার পঞ্চাশ ছোঁয়া ইনিংস ৩৯টি (৩৮টি ফিফটি, একটি সেঞ্চুরি)।

বাবরের সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হওয়ার দিনে পাকিস্তানও হেসেছে চওড়া হাসি। হার দিয়ে শুরুর পর টানা দুটি জয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে তারা। টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীরা পুরো ২০ ওভার খেলে করতে পারে ৯ উইকেটে ১৩৯ রান। শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও সাদামাটা লক্ষ্য পাকিস্তান ছুঁয়ে ফেলে এক ওভার বাকি থাকতে।

রান তাড়ায় ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় ওভারে ওপেনার সাইম আইয়ুব ৬ বল খেলে শূন্য করে আউট হন। এরপর আরেক ওপেনার সাহিবজাদা ফারহানের সঙ্গে ৩১ বলে ৩৬ ও অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে ৫২ বলে ৭৬ রানের জুটিতে ম্যাচ মুঠোয় নিয়ে আসেন বাবর। তাই শেষদিকে ১৪ রানে ৪ উইকেট পড়লেও সমস্যা হয়নি পাকিস্তানের। ফারহান ১৮ বলে ১৯ ও সালমান ২৬ বলে ৩৩ রান করেন।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে ডানা মেলতে দেয়নি পাকিস্তানের বোলারদের সম্মিলিত ভূমিকা। একাদশে ফেরা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ২৬ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন সবচেয়ে সফল। ফাহিম আশরাফ ও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নামা অফ স্পিনার উসমান তারিক পান দুটি করে উইকেট। সালমান মির্জা চার ওভারে মাত্র ১৬ রান খরচায় ধরেন একটি শিকার।

স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই ২ উইকেট খুইয়ে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় বলে যথাক্রমে কুইন্টন ডি কক ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াস সাজঘরে ফেরেন খালি হাতে। চাপ সামলাতে না পেরে এক পর্যায়ে দ্বাদশ ওভারে ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর আটে নামা করবিন বশের ২৩ বলে অপরাজিত ৩০ রানের সুবাদে তারা অলআউট হওয়া ঠেকাতে পারলেও সেই পুঁজি যথেষ্ট হয়নি।