মার্করাম-ব্রেভিস ঝড়ে এবার বৃথা গেল কোহলির সেঞ্চুরি
প্রথম ম্যাচের মত এদিনও সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। সেঞ্চুরি পেয়েছিল রতুরাজ গায়কোয়াড়ও। এই দুজনেরব্যাটে চড়ে সাড়ে তিনশো ছাড়ানো পুঁজি পেয়েছিলো ভারত। তবে রান তাড়ায় দারুণ জবাব দিল দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের সেঞ্চুরির পর ঝড়ো ফিফটি করেন ডিওয়াইল্ড ব্রেভিস। পাশাপাশি কার্যকর আরও কয়েকটি ইনিংস বিশাল পুঁজি তাড়া করে ম্যাচ জিতে নিয়েছে তারা।
বুধবার রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ভারত পায় ৩৫৮ রান। ৪ বল আগে ওই রান পেরিয়ে যায় প্রোটিয়ারা। কোহলি ৯৩ বলে ১০২, রতুরাজ ৮৩ বলে করেন ১০৫ রান। এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল ৪৩ বলে করেন ৬৬।
জবাবে মার্করামের ৯৮ বলে ১১০ সফরকারীদের এনে দেয় ভালো ভিত। তার সঙ্গে জুটিতে ৪৮ বলে ৪৬ করে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর ম্যাথু ব্রিজতকে ৬৪ বলে ৬৮, ডিওয়াল্ড ব্রেভিজ ৩৪ বলে ৫ ছক্কায় করে ফেলেন ৫৪ রান। টনি ডি জর্জির ১১ বলে ১৭, করবিন বশের ১৫ বলে ২৯ রানের ইনিংসগুলো পাহাড় পেরুতে প্রোটিয়াদের কাজ করে দেয় সহজ।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল বাভুমার দল। ৬ ডিসেম্বর বিশাখাপত্তমে হবে সিরিজ নির্ধারণী লড়াই।