শ্রীলঙ্কার দুর্দান্ত প্রত্যাবর্তন, সিরিজে সমতা
ওপেনার জারিফ সিয়ামই কিছুটা লড়লেন। অন্য সব ব্যাটারই ছিলেন আসা যাওয়ার মিছিলে। তাতে দুইশই হয়নি পুঁজি। এরপর বল হাতেও দারুণ কিছু করতে পারেনি ক্ষুদে টাইগাররা। হিরুন মাথিশার দারুণ ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ছয় উইকেটে হারিয়ে দারুণভাবে ফিরেছে লঙ্কান যুবারা। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।
১৯৫ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংসের হাল ধরেন হিরুন মাথিশা। ১৩৬ বলে অপরাজিত ৮০ রানের ধীরস্থির ইনিংস খেলেন তিনি। তাকে চমৎকার সঙ্গ দেন অ্যারোশা সিথুমিনা, যিনি ৬৩ বলে সুপরিকল্পিত ৫০ রান যোগ করেন। ৪৫.৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী দল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ৪৬.৫ ওভারে ১৯৪ রানে অলআউট হয়। ওপেনার জারিফ ৬৫ বলে ৫২ রানের ইনিংস খেলে দলের একমাত্র উজ্জ্বল দিক ছিলেন, তবে অন্যদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মিনুগা নেথসারা ও হিমারু দেশান। দুজনই নেন তিনটি করে উইকেট।
রোববার একই ভেন্যুতে প্রথম ম্যাচে ৭৮ রানে জিতেছিল বাংলাদেশ। সিরিজের ভাগ্য নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার, একই মাঠে।