এবার ব্রুনাইকে ৮ গোলের বন্যায় ভাসাল বাংলাদেশ

By ক্রীড়া প্রতিবেদক
24 November 2025, 09:40 AM
UPDATED 24 November 2025, 16:04 PM

দাপট দেখিয়ে ও ছন্দ ধরে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল তুলে নিল আরেকটি বড় জয়। দুই অর্ধে চারবার করে ব্রুনাই অনূর্ধ্ব-১৭ দলের জালে বল পাঠিয়ে রীতিমতো গোল উৎসব করল তারা।

চীনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সোমবার ব্রুনাইকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। বাছাইয়ের 'এ' গ্রুপে এটি গোলাম রব্বানী ছোটনের দলের টানা দ্বিতীয় জয়। গত শনিবার তারা তিমুর লেস্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল।

বাংলাদেশের হয়ে রিফাত কাজী ও অপু রহমান দুটি করে গোল করেন। একবার করে লক্ষ্যভেদ করেন নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ মানিক, আলিফ রহমান ও বায়েজিদ বোস্তামি।

ban u-17
ছবি: বাফুফে

বাংলাদেশ শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে। তাদের মুহুর্মুহু আক্রমণের ঝড়ের কোনো পাল্টা জবাব জানা ছিল না প্রতিপক্ষের। গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে লাল-সবুজের প্রতিনিধিদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত!

আগামী বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করবে শ্রীলঙ্কাকে। ছয় দলের গ্রুপে আরও রয়েছে স্বাগতিক চীন ও বাহরাইন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের টিকিট পাবে বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দল। নয়টি দল ইতোমধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাকি সাতটি দল তাদের সঙ্গী হবে বাছাইপর্বের চ্যালেঞ্জ পেরিয়ে।