পোপ বললেও খেলার ধরন বদলাবেন না ম্যান ইউনাইটেড কোচ

By স্পোর্টস ডেস্ক
20 September 2025, 10:12 AM
UPDATED 20 September 2025, 16:36 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরি একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যত সমালোচনা কিংবা চাপই আসুক না কেন, তার আস্থার জায়গা থেকে তিনি সরবেন না। ব্যাক থ্রি ফর্মেশনই তার দর্শন, আর সেটা বদলাতে পারবেন না এমনকি পোপও। আমোরির মতে, এই ফর্মেশন থেকে সরে আসা মানে খেলোয়াড়দের চোখে নিজের কর্তৃত্ব ও বিশ্বাসযোগ্যতা হারানো।

গত নভেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে মাত্র ২৭ ম্যাচে সাত জয় পেয়েছেন আমোরি। এসেছে ক্লাব ইতিহাসের সবচেয়ে হতাশাজনক মৌসুম সমাপ্তি। নতুন মৌসুমও খুব ভালোভাবে শুরু হয়নি, চার লিগ ম্যাচে মাত্র একটি জয় এবং লিগ কাপ থেকে চতুর্থ স্তরের দল গ্রিমসবির কাছে লজ্জাজনক বিদায়।

এত হতাশার মধ্যেও আমোরিম আঁকড়ে ধরে আছেন তাঁর প্রিয় কৌশল, তিনজন সেন্টার-ব্যাক নিয়ে মাঠ সাজানো। অথচ ইংলিশ ফুটবলের বাকি 'বিগ সিক্স' দলগুলো ভরসা করছে ব্যাক ফোরেই।

গত বৃহস্পতিবার ক্লাবের কো-ওনার জিম র‌্যাটক্লিফ ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ড পরিদর্শনে যান। এরপরই আমোরিকে প্রশ্ন করা হয়। মালিকপক্ষ কি তাঁকে ফর্মেশন পাল্টানোর কোনো নির্দেশ দিয়েছে?

উত্তরে দৃঢ় কণ্ঠে পর্তুগিজ কোচ বলেন, 'না, না, না… এমনকি পোপও এটা বদলাতে পারবে না। এটা আমার কাজ, আমার দায়িত্ব, আমার জীবন। তাই আমি এটা পরিবর্তন করব না।'

তিনি আরও যোগ করেন, 'যদি আমি একজন খেলোয়াড় হতাম এবং দেখতাম কোচ প্রচণ্ড চাপের মুখে পড়ে হঠাৎ সিস্টেম বদলে দিচ্ছে, তবে তার প্রতি আমার বিশ্বাস নষ্ট হতো। প্রতিটি সিদ্ধান্তের প্রভাব দলের ওপর পড়ে। তাই আমি নিজের মতো করেই কাজ করে যাচ্ছি। অবশ্যই সময়ের সঙ্গে পরিবর্তন আসবে, তবে সেটা হবে ধীরে ধীরে, এক ধরনের বিবর্তন।'

আমোরির সমালোচনার পেছনে আরেকটি বড় কারণ হলো ব্রুনো ফার্নান্দেসকে আক্রমণভাগ থেকে সরিয়ে ডিপ মিডফিল্ডে নামানো। অথচ এই পর্তুগিজ মিডফিল্ডার আগের ভূমিকাতেই ছিলেন সবচেয়ে কার্যকর।

এ বিষয়ে আমোরিমের ব্যাখ্যা, 'আমি চাই ব্রুনো বলের দখলে থাকুক, যেন খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে পারে। হয়তো সে আগের মতো স্বাধীনভাবে বক্সে ঢুকে পড়তে পারছে না, কিন্তু সুযোগ পেলে শট নিচ্ছে। কখনও আমরা সামনে ব্রুনোকে মিস করি, তবে (মাতাইস) কুনহা থাকলে আক্রমণে বাড়তি সুবিধা পাই। আমি শুধু দলকে ভারসাম্যপূর্ণ রাখতে চাই। খেলার কল্পচিত্রে আমি ব্রুনোকে সেখানেই সবচেয়ে কার্যকর দেখি। সে হতাশ, কারণ আমরা জিততে পারছি না। মাঝে মাঝে সে সামনে উঠতে চায়, কিন্তু মাঠে তার নির্দিষ্ট ভূমিকা আছে।'