অ্যানফিল্ডে জয়ের চেয়েও ব্রাইটনের বিপক্ষে জয় বেশি গুরুত্বপূর্ণ: আমোরি

By স্পোর্টস ডেস্ক
26 October 2025, 06:10 AM

প্রায় ১০ বছর পর গত সপ্তাহে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাওয়া সেই জয়ের চেয়ে কি-না ব্রাইটনের বিপক্ষে পাওয়া জয়ের চেয়ে গুরুত্বপূর্ণ। এমনটাই বলেছেন ইউনাইটেডের ম্যানেজার রুবেন আমোরি।

শনিবার রাতে ব্রাইটনের বিপক্ষে  ৪–২ গোলে ব্যবধানে জয় পায় ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ব্রায়ান এমবেউমোর জোড়া গোল ও মাতেউস কুনহা এবং কাসেমিরোর এক গোল করে ইউনাইটেড তুলে নেয় প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয়। এর আগে দলটি শেষবার টানা তিন ম্যাচ জিতেছিল ২০২৪ সালের আগস্টে, আমোরি দায়িত্ব নেওয়ার আগেই।

শেষ দিকে কিছুটা চাপে পড়লেও, ব্রাইটনের আক্রমণ সামলে ম্যাচ জিতেই ইউনাইটেড প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে উঠে আসে। এর আগে গত সপ্তাহে তারা অ্যানফিল্ডে ২০১৬ সালের পর প্রথমবার জিতেছিল।

আমোরি বলেন, 'খেলোয়াড়রা মাঠে প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তা দারুণভাবে বুঝেছে। শেষ দিকে কিছুটা কষ্ট পেতে হয়েছে, কিন্তু কষ্ট ছাড়া যেন ইউনাইটেডের জয় অসম্পূর্ণ। আমার মনে হয়, এটা লিভারপুল ম্যাচের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ পারফরম্যান্স ছিল। লিভারপুল ম্যাচে বলা যেত, ওরা জেতার যোগ্য ছিল না, কিন্তু আজ আমরা সবদিক থেকেই প্রাপ্য জয় পেয়েছি। এই ধরনের জয়ে আমি নিজেকে আরও পরিপূর্ণ ম্যানেজার মনে করি। তাই আজকের জয়টা আমার কাছে গত সপ্তাহের চেয়েও বেশি প্রিয়।'

শিষ্যদের বিশেষ প্রশংসা করে কোচ বলেন, 'কুনহা যত কঠিন ম্যাচে পড়ে, তত বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আজ তার রক্ষণাত্মক ভূমিকা দারুণ ছিল— অযথা ঝাঁপিয়ে পড়েনি, বুদ্ধিমত্তার সঙ্গে অবস্থান নিয়েছে। তার বল পায়ের কাছে থাকলে আমি একটুও চিন্তিত হই না। গোল না পাওয়াটা তার মাথায় চাপ ফেলেছিল, কিন্তু আজ সবাই বুঝতে পেরেছে, সে কতটা গুরুত্বপূর্ণ।'

এমবেউমো নিয়েও প্রশংসা থামেনি ইউনাইটেড কোচের মুখে, 'ও একটা পরিশ্রমের মেশিন। ট্রানজিশনে ওর পারফরম্যান্স অসাধারণ। আমাদ দিয়ালো'র সঙ্গে ওর বোঝাপড়াটা দুর্দান্ত, কারণ দু'জনই দ্রুতগামী, একে অপরের সঙ্গে দারুণভাবে মানিয়ে নেয়। এক–অন–ওয়ান পরিস্থিতিতেও ওরা ভীষণ কার্যকর।'