ইউরোপীয় বাছাইপর্ব: শেষ রাউন্ডে কারা নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট

By স্পোর্টস ডেস্ক
16 November 2025, 03:08 AM

২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বের শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে রোববার, সোমবার ও মঙ্গলবার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া মূলপর্বে কোন দলগুলো উঠতে পারে—তার একটি সারসংক্ষেপ নিচে দেওয়া হলো।

____গ্রুপ-এ____________________________________

( জার্মানি, স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ)

— স্লোভাকিয়াকে আতিথ্য দেবে জার্মানি। এই ম্যাচে জার্মানি হার এড়াতে পারলেই তারা সরাসরি মূলপর্বে যাবে। অন্যথায় স্লোভাকিয়া যাত্রা নিশ্চিত করবে উত্তর আমেরিকার—যা হবে ২০১০ সালের পর তাদের প্রথম কোনো বিশ্ব আসর।

যে দল গ্রুপে দ্বিতীয় হবে তারা যাবে প্লে-অফে। তৃতীয় হওয়া নর্দার্ন আয়ারল্যান্ডও নেশনস লিগের সুবাদে প্লে-অফ নিশ্চিত করেছে।

________________________________________

গ্রুপ বি

(সুইজারল্যান্ড, কসোভো, স্লোভেনিয়া, সুইডেন)

— সুইজারল্যান্ড টানা ছয়টি বিশ্বকাপ খেলার একদম কাছে। শেষ ম্যাচে তারা যদি কসোভোর কাছে ছয় বা তার বেশি গোলে না হারে তাহলেই চলবে। কসোভো প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের লড়াইয়ে আছে এবং তাদের প্লে-অফ নিশ্চিত।

________________________________________

গ্রুপ সি

(ডেনমার্ক, স্কটল্যান্ড, গ্রিস, বেলারুশ)

— ডেনমার্ক স্কটল্যান্ডের মাঠে হার এড়াতে পারলেই বিশ্বকাপে জায়গা পাবে। স্কটল্যান্ডকে জিততেই হবে মূলপর্বে উঠতে। যে দলটি ব্যর্থ হবে, তারা যাবে প্লে-অফে।

________________________________________

গ্রুপ ডি

(ফ্রান্স, ইউক্রেন, আইসল্যান্ড, আজারবাইজান)

— দুইবারের বিশ্বকাপজয়ী ফ্রান্স আগেই মূলপর্ব নিশ্চিত করেছে।

তৃতীয় ইউক্রেন স্বাগতিক হিসেবে খেলবে দ্বিতীয় স্থানের আইসল্যান্ডের বিপক্ষে। প্লে-অফ নিশ্চিত করতে ইউক্রেনকে অবশ্যই জিততে হবে।

________________________________________

গ্রুপ ই

(স্পেন, তুরস্ক, জর্জিয়া, বুলগেরিয়া)

— ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনেরও বিশ্বকাপ একরকম নিশ্চিত। তুরস্কের সঙ্গে সাত গোলের প্রায় অসম্ভব ব্যবধানে না হারলেই তারা নিরাপদ। স্পেনকে এত বড় ব্যবধানে হারানো অসম্ভব হলেও তুরস্ক কমপক্ষে প্লে-অফ নিশ্চিত করে রেখেছে।

________________________________________

গ্রুপ এফ

(পর্তুগাল, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, আর্মেনিয়া)

পর্তুগালের সমীকরণ সহজ। আর্মেমিনার বিপক্ষে জিতলেই বিশ্বকাপে উঠে যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে তিনি অবশ্য নেই। এদিকে পর্তুগালকে হারিয়ে চমকে  দেওয়া আয়ারল্যান্ডকে প্লে অফে যেতে হলে হাঙ্গেরিকে হারাতেই হবে।

________________________________________

গ্রুপ জি

(নেদারল্যান্ডস, পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, মাল্টা)

— নেদারল্যান্ডস কার্যত মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে, লিথুয়ানিয়ার কাছে না হারলেই চলবে তাদের। পোল্যান্ডের প্লে অফ খেলা নিশ্চিত। শীর্ষ উঠতে হলে মাল্টাকে ১৩ গোলে হারানোর পাশাপাশি নেদারল্যান্ডের হার আশা করতে হবে।

________________________________________

গ্রুপ এইচ

(অস্ট্রিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, রোমানিয়া, সাইপ্রাস, সান মারিনো)

— অস্ট্রিয়া বসনিয়ার বিপক্ষে হার এড়াতে পারলেই প্রথম স্থান নিশ্চিত। বসনিয়াকে জিততেই হবে শীর্ষে উঠতে, নইলে তাদের অপেক্ষা প্লে-অফ।

________________________________________

গ্রুপ আই

(নরওয়ে, ইতালি, ইসরায়েল, এস্তোনিয়া, মলদোভা)

ইতালির কাছে ৯ বা তার বেশি গোলে না হারলেই নরওয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ নিশ্চিত করবে। প্রায় নিশ্চিতভাবেই ইতালির যেতে হবে প্লে-অফে—এ নিয়ে টানা তিন আসরে মূল পর্বে না উঠার শঙ্কায় তারা।

________________________________________

গ্রুপ জে

(বেলজিয়াম, উত্তর মেসিডোনিয়া, ওয়েলস, কাজাখস্তান, লিচেনস্টাইন)

বেলজিয়াম লিচেনস্টাইনকে হারালেই মূলপর্ব নিশ্চিত। অথবা কার্ডিফে উত্তর মেসিডোনিয়া ও ওয়েলস ড্র করলেও চলবে। তিন দলই এখনো শীর্ষে উঠতে পারে, তবে ওয়েলসকে অন্তত প্লে-অফ নিশ্চিত করতে জিততেই হবে।

________________________________________

গ্রুপ কে

(ইংল্যান্ড, আলবেনিয়া, সার্বিয়া, লাতভিয়া, আন্দোরা)

— ইংল্যান্ড আগেই মূলপর্বে জায়গা করে নিয়েছে, আলবেনিয়া প্লে-অফ নিশ্চিত করেছে।

________________________________________

গ্রুপ এল

(ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ফারো দ্বীপপুঞ্জ, মন্টেনেগ্রো, জিব্রালটার)

— ক্রোয়েশিয়া আগেই জায়গা করে নিয়েছে এবং চেক প্রজাতন্ত্রও প্লে-অফে রয়েছে।