গ্রুপ পর্বের প্রতিপক্ষদের বিপরীতে ব্রাজিল-আর্জেন্টিনার রেকর্ড কী?
২০২৬ বিশ্বকাপের ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা জেনে গেছে তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ। 'সি' গ্রুপে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিলের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। গ্রুপ 'জে'তে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ড্রয়ে তুলনামূলক বিচারে ব্রাজিলের চেয়ে সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা।
কার্লো আনচেলত্তি-ভিনিসিয়ুস জুনিয়রদের সঙ্গে আছে গত আসরের সেমিফাইনালে খেলা মরক্কো। ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ১৯৯৮ সালের পর ও হাইতি ১৯৭৪ সালের পর ফুটবলের সর্বোচ্চ আসরে ফিরেছে। মজার ব্যাপার হলো, ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড একই গ্রুপে ছিল। অন্যদিকে, শিরোপা ধরে রাখার অভিযানে থাকা আর্জেন্টিনার সঙ্গী বিশ্বকাপে প্রথমবার খেলতে যাওয়া জর্ডান। লিওনেল স্কালোনি-লিওনেল মেসিদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ১৯৯৮ সালের পর ও আলজেরিয়া ২০১৪ সালের পর বিশ্বমঞ্চে সুযোগ পেয়েছে।
গ্রুপ পর্বের প্রতিপক্ষদের বিপরীতে ব্রাজিল ও আর্জেন্টিনার রেকর্ড কেমন? ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য-উপাত্তের আলোকে চলুন জেনে নেওয়া যাক:
গ্রুপ 'সি'
ব্রাজিল-মরক্কো
এখন পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে দল দুটির মধ্যে। প্রথম দুটিতে ব্রাজিল জিতলেও ২০২৩ সালে সবশেষ দেখায় প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় তারা। বিশ্বকাপের মঞ্চে একমাত্র সাক্ষাতে ১৯৯৮ সালের গ্রুপ পর্বে মরক্কোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।
ব্রাজিল-স্কটল্যান্ড
এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে দল দুটি। একক আধিপত্য দেখিয়ে ব্রাজিল জিতেছে আটটি ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে। বিশ্বকাপে চারবারের দেখায় তিনবার জিতেছে ব্রাজিল, অন্যটি ড্র হয়েছে। বিশ্বকাপে সবশেষ লড়াইয়ে ১৯৯৮ সালের আসরের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল সেলেসাওরা।
ব্রাজিল-হাইতি
বিশ্বকাপে দেখা না হলেও হাইতির বিপক্ষে এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই বড় জয়ের স্বাদ পেয়েছে ব্রাজিল। ১৭ গোল করার বিপরীতে তারা হজম করেছে স্রেফ একটি। সবশেষ ম্যাচে ২০২৬ সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বে হাইতিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল দলটি।
গ্রুপ 'জে'
আর্জেন্টিনা-অস্ট্রিয়া
দল দুটি এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে প্রীতি ম্যাচে। একটিতে জিতেছে আর্জেন্টিনা, অন্যটি শেষ হয়েছে সমতায়। ১৯৯০ সালে সবশেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
আর্জেন্টিনা-আলজেরিয়া
অস্ট্রিয়ার মতো আলজেরিয়ার বিপক্ষেও শুধু প্রীতি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আলবিসেলেস্তেদের। একমাত্র দেখায় ২০০৭ সালে ৪-৩ গোলে জিতেছিল তারা।
আর্জেন্টিনা-জর্ডান
প্রীতি কিংবা প্রতিযোগিতামূলক কোনো পর্যায়েই এখন পর্যন্ত জর্ডানের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা।