আর্সেনালের কাছে হারে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না কেইন

By স্পোর্টস ডেস্ক
27 November 2025, 07:56 AM

চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে অজেয় থাকা বায়ার্ন মিউনিখের জয়রথ থামিয়ে দিয়েছে আর্সেনাল। বুধবার রাতে এমিরেটসে ৩-১ গোলের জয়ে জার্মান জায়ান্টদের প্রথম পরাজয়ের স্বাদ চাখায় ইংলিশ ক্লাবটি। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না দলের গোলমেশিন হ্যারি কেইন।

তবে ম্যাচে এদিন কেইন ছিলেন অস্বাভাবিকভাবে বর্ণহীন। সব টুর্নামেন্ট মিলিয়ে এখনো পর্যন্ত ২৯ গোল করা এই ইংলিশ স্ট্রাইকার গোলবঞ্চিত থেকেও বললেন, হারের পর দলে কোনো আতঙ্ক নেই, বরং সামনে আবার মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাসই বেশি।

'এটা কঠিন ম্যাচ ছিল, যা আমরা আশা করেছিলামই। প্রথমার্ধে ছিল সমান লড়াই। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের গতি কমে যায়, তীব্রতাও ধরে রাখতে পারিনি। অনেক ব্যক্তিগত ডুয়েলও হেরেছি। এটা মৌসুমের প্রথম হার, তাই অতিরিক্ত আতঙ্কের কিছু নেই। অবশ্যই আমরা শিখে নেব। আর আমার বিশ্বাস, পরের ধাপে আমরা আবার আর্সেনালের মুখোমুখি হব, ম্যাচ শেষে বলেন কেইন।

টটেনহ্যামে থাকার সময় উত্তর লন্ডন ডার্বিতে ১৭ ম্যাচে ১৪ গোল করা কেইন অতীতে আর্সেনালের বিরুদ্ধে ছিলেন ভয়ঙ্কর অস্ত্র। দুই মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্নের হয়ে পেনাল্টি থেকেও গোল করেছিলেন তিনি। তবে এবার ছন্দ ও প্রভাব দুটিই কিছুটা অনুপস্থিত।

অন্যদিকে দুই মৌসুম আগের সেই দল থেকে অনেকটাই বদলে গেছে আর্সেনাল। বড় অঙ্কের বিনিয়োগে স্কোয়াডের গভীরতা এখন ইউরোপের সেরাদের মধ্যে, যা বায়ার্নের চেয়েও বেশি বলে মনে করছেন অনেকেই। এই ম্যাচে আর্সেনালের দলে ছিলেন না মূল রক্ষণভাগের গ্যাব্রিয়েল, ৬৩.৫ মিলিয়ন পাউন্ডের আক্রমণভাগের সাইনিং ভিক্টর জাইকেরেসসহ আরও কয়েকজন। তারপরও বেঞ্চে ছিল ম্যাচ জেতানোর মতো একাধিক বিকল্প।