আর্সেনালের কাছে হারের পর কেইনের কণ্ঠে প্রতিশোধের বার্তা

By স্পোর্টস ডেস্ক
28 November 2025, 14:56 PM

লম্বা সময়ের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বাজে পারফর্ম করলেন হ্যারি কেইন। ইংলিশ স্ট্রাইকারের নিষ্প্রভতার রাতে বায়ার্ন মিউনিখও পেল হারের তেতো স্বাদ। তবে দমে না গিয়ে প্রতিশোধের বার্তা দিলেন তিনি, এবারের মৌসুমে আবার মুখোমুখি হতে চান আর্সেনালের।

গত বুধবার লিগ পর্বের ম্যাচে প্রতিপক্ষের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলে হেরেছে বায়ার্ন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের এটি প্রথম হার।

৩২ বছর বয়সী কেইন পুরো ম্যাচ খেললেও ছিলেন নিজের ছায়া হয়ে। গোল করা তো দূরের কথা, গোলমুখে কোনো শটই নিতে পারেননি তিনি! আর্সেনালের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ২২ ম্যাচে গোলপোস্টে হানা দিতে ব্যর্থ হওয়ার এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা প্রথমবার হয়েছে তার। শুধু তাই নয়, ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় পুরো ম্যাচ খেলেও গোলমুখে শট নিতে পারেননি তিনি।

kane
ছবি: এএফপি

পাঁচ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট পেয়েছে বায়ার্ন। গোল ব্যবধানে তাদের অবস্থান তিন নম্বরে। পয়েন্ট তালিকার বর্তমান চিত্র অনুসারে, আর্সেনাল ও বায়ার্ন উভয়েরই নকআউট পর্বে যাওয়া প্রায় নিশ্চিত।

হারের পর ইংল্যান্ড জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেইন টিএনটি স্পোর্টসকে বলেছেন, 'আমি নিশ্চিত যে, চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী কোনো একটা ধাপে আমরা আবার আর্সেনালের মুখোমুখি হব। আর আমরা সেই ম্যাচের জন্য মুখিয়ে আছি।'

২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার আগে কেইন ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারে। বয়সভিত্তিক ও মূল দল মিলিয়ে প্রায় দুই দশক সেখানে কাটান তিনি। উত্তর লন্ডন ডার্বিতে টটেনহ্যামের প্রতিপক্ষ আর্সেনালের জন্য তিনি ছিলেন ত্রাস। এই দ্বৈরথের ইতিহাসে সর্বোচ্চ ১৫ গোল রয়েছে তার নামের পাশে।

শৈশবে আর্সেনালের একাডেমিতে এক বছর ছিলেন কেইন। তবে সেই স্মৃতি সুখকর নয়। তার বয়স যখন আট বছর, তখন তাকে ছেড়ে দিয়েছিল গানাররা। কারণ হিসেবে বলা হয়েছিল তিনি 'একটু মোটাসোটা' ও 'শারীরিকভাবে তেমন একটা ফিট নন'। এরপর ১৩ বছর বয়সে কেইন যোগ দিয়েছিলেন লন্ডন শহরেরই আরেক ক্লাব টটেনহ্যামে। পরের গল্পটা স্বর্ণাক্ষরে লেখা হয়েছে ইতিহাসের পাতায়।