কাবাডিতে এলো বাংলাদেশের প্রথম পদক

By স্পোর্টস ডেস্ক
21 October 2025, 10:25 AM
UPDATED 21 October 2025, 17:07 PM

বাহরাইনের মাটিতে লেখা হলো বাংলাদেশের নতুন ক্রীড়া ইতিহাস। তৃতীয় এশিয়ান যুব গেমসে প্রথমবারের মতো পদক নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ মেয়েদের কাবাডি দল। শ্রীলঙ্কাকে হারিয়ে মেয়েরা নিশ্চিত করেছে ব্রোঞ্জ পদক, যা এই গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক জয়।

আগের দুই আসরে পদকশূন্য থাকলেও এবার কাবাডির হাত ধরেই এল ইতিহাস গড়া এই অর্জন। মেয়েদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিল পাঁচ দেশ -বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ায় সেরা চারে উঠে যায় বাংলাদেশ, আর সেই সঙ্গেই নিশ্চিত হয় পদকও।

মঙ্গলবার বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধে ২৫-১৮ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেয়েদের দৃঢ়তায় ফলাফল বদলায়নি। শেষ পর্যন্ত ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে জয়ের আনন্দে মেতে ওঠে লাল-সবুজের কাবাডি দল।

এই সাফল্যের পথে বাংলাদেশের মেয়েরা পেরিয়েছে কঠিন সময়ও। গ্রুপ পর্বে ভারত, ইরান ও থাইল্যান্ডের কাছে হারতে হয়েছিল তাদের। কিন্তু প্রতিটি হারের পরই যেন আরও দৃঢ় হয়েছে তাদের মনোবল। অবশেষে শ্রীলঙ্কাকে হারিয়ে সেই পরিশ্রমেরই পরিপূর্ণ প্রতিদান পেল তারা।