ভারতের কাছে হারে থামল বাংলাদেশের জয়ের ধারা
গ্রুপ 'এ'তে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। প্রথম ম্যাচে উগান্ডাকে ৪২-২২ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রূপালী আক্তাররা। তবে তৃতীয় ম্যাচে আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ভারতের কাছে হারে দলটি।
বুধবার রাতে মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের কাছে ৪৩-১৮ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।
২০১২ সালের নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে। কোর্টে প্রথম পয়েন্ট পায় ভারত, যদিও পরের আক্রমণেই সমতা ফিরিয়ে আনেন বাংলাদেশের রেইডার। ম্যাচের শুরুতে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও দ্রুতই নিয়ন্ত্রণ নিয়ে নেয় চ্যাম্পিয়নরা।
রিতু নেগি ও সোনালি বিষ্ণু শিংগাটের দুর্দান্ত রেইডিং ও ট্যাকলিংয়ে ভারত দেখিয়ে দেয় কেন তারা বিশ্বের সেরা দল। বিপরীতে রূপালী ও বৃষ্টি আক্তার পয়েন্ট তুলতে ব্যর্থ হন, রক্ষণভাগও ট্যাকলে নিজদের ছাপ রাখতে পারেনি।
প্রায় প্রতিটি রেইড থেকেই পয়েন্ট তুলতে থাকে ভারত। মাত্র ছয় মিনিটের মধ্যে চাম্পাকে আউট করে প্রথম লোনা আদায় করে নেয় তারা, স্কোর তখন ১২-৫। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও এর মধ্যে আরেকটি অলআউটের শিকার হয় বাংলাদেশ।
হাফটাইমে বাংলাদেশের পেছনে থাকার ব্যবধান দাঁড়ায় ২৯-৮। দ্বিতীয়ার্ধেও চিত্র একই থাকে, ভারতের পরিপূর্ণ আধিপত্য। তৃতীয় অলআউটের পর ব্যবধান আরও বাড়ে, ৪২-১৫। শেষ পর্যন্ত সহজেই ৪৩-১৮ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপাধারীরা।