টানা দ্বিতীয় জয়ে দারুণ ছন্দে বাংলাদেশ নারী কাবাডি দল
নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের দুর্দান্ত যাত্রা অব্যাহত রেখেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেয় রূপালী আক্তারদের দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। রক্ষণভাগে দৃঢ়তার সঙ্গে রেইডে ধারাবাহিক সফলতায় মাত্র পাঁচ মিনিটেই লোনা আদায় করে নেয় স্বাগতিকরা। স্কোরবোর্ডে তখন ১০-০।
২০২৩ সালে কাবাডিতে পথচলা শুরু করা জার্মানি একসময় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে। ইউরোপীয় দল হওয়ায় শারীরিকভাবে শক্তিশালী হলেও টেকনিক ও পরিকল্পনায় পিছিয়ে থাকায় বাংলাদেশের সামনে টিকে থাকতে পারেনি দলটি।
দশম মিনিটে জার্মানরা দ্বিতীয়বার অলআউট হলে ব্যবধান দাঁড়ায় ২২-৫। প্রথমার্ধ শেষে বাংলাদেশ স্বাচ্ছন্দ্যেই এগিয়ে ছিল ২৮-৯ পয়েন্টে।
দ্বিতীয়ার্ধে কিছুটা গাছাড়া ভাব দেখা দিলেও রূপালী আক্তাররা ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েননি। শেষ ছয় মিনিট বাকি থাকতে তৃতীয় লোনা আদায় করলে স্কোর হয় তখন ৪৩-২১। শেষদিকে আরও একবার অলআউট করে বাংলাদেশ জয়টি নিশ্চিত করে ৫৭-২৭ পয়েন্টে।