আবার আমিরুলের হ্যাটট্রিক, চ্যালেঞ্জার ট্রফি জিতল বাংলাদেশ
ছয় ম্যাচে পঞ্চম হ্যাটট্রিকের দেখা পেলেন অসাধারণ ছন্দে থাকা আমিরুল ইসলাম। তিনি ফের দ্যুতি ছড়ানোয় ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রিয়াকে হারাল বাংলাদেশ। এতে জুনিয়র হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি উঁচিয়ে ধরল লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে অনুষ্ঠিত ম্যাচে ৫-৪ গোলে জিতেছে সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা। এটি তাদের টানা তৃতীয় জয়। আমিরুলের পাশাপাশি জাল খুঁজে নেন হুজাইফা হোসেন ও রাকিবুল হাসান।
২৪ দল নিয়ে চলমান যুব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আটটি দল লড়াই করেছে স্থান নির্ধারণী পর্বে। এই পর্বকে হকির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এফআইএইচ এবার আনুষ্ঠানিকভাবে নাম দিয়েছে চ্যালেঞ্জার ট্রফি। প্রথম দল হিসেবে এই শিরোপা জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ।
প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে একটি করে গোল করে চালকের আসনে বসে পড়ে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে দুই দলই একবার করে গোলের দেখা পায়। চতুর্থ কোয়ার্টারে খেলা জমে ওঠে দারুণভাবে। বাংলাদেশের দুটি গোলের বিপরীতে অস্ট্রিয়া করে তিনটি। ইউরোপের দলটি সমতায় ফেরার সম্ভাবনা জাগালেও বাংলাদেশ শেষ পর্যন্ত লিড ধরে রেখে উল্লাসে মাতে।
ম্যাচের ১৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন আমিরুল। ২৭তম মিনিটে হুজাইফা ব্যবধান বাড়ান পেনাল্টি কর্নার থেকেই। ৩৫তম মিনিটে অস্ট্রিয়ার রক্ষণভাগের ভুলে ফিল্ড গোলে স্কোরলাইন ৩-০ করেন রাকিবুল।
৪৪তম মিনিটে আন্দর লোসঞ্চি ফিল্ড গোলে ব্যবধান কমান। এরপর এক পর্যায়ে তিন মিনিটের মধ্যে হয় তিনটি গোল। ৫০তম মিনিটে আমিরুল পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদ করেন। ৫২তম মিনিটে আরেকটি পেনাল্টি স্ট্রোকে জাল কাঁপিয়ে তিনি পূর্ণ করেন হ্যাটট্রিক। মাঝে অস্ট্রিয়ার বেঞ্জামিন কেলনার করেন ফিল্ড গোল।
সব মিলিয়ে ১৮ গোল নিয়ে যুব বিশ্বকাপের এবারের আসরের গোলদাতার তালিকায় সবার উপরে আছেন আমিরুল। ছয় ম্যাচের প্রতিটিতেই জালের ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি। এর আগে দুবার হ্যাটট্রিক করেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, একবার করে অস্ট্রেলিয়া ও ওমানের বিপক্ষে।
৫-২ ব্যবধানে পিছিয়ে পড়া অস্ট্রিয়া শেষদিকে ম্যাচ জমিয়ে তোলে। ৫৭তম মিনিটে জুলিয়ান কাইজার ও ৫৯তম মিনিটে মাতেউস নিচকোভিয়াক গোল করলে জেগে ওঠে সমতার সম্ভাবনা। তবে বাংলাদেশ স্নায়ুচাপ সামলে জয় নিয়েই মাঠ ছাড়ে।
ইতিহাসে প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দল এবার মোট ছয়টি ম্যাচ খেলেছে। তিনটি জয়ের পাশাপাশি তারা ড্র করেছে একটি। হেরেছে বাকি দুটি ম্যাচ।