কথোপকথনে অধ্যাপক নিয়াজ জামান

By স্টার ইনসাইট
13 July 2023, 16:52 PM
UPDATED 13 July 2023, 23:34 PM

আধুনিক বাংলা সাহিত্যের ইংরেজি অনুবাদকর্মে অধ্যাপক নিয়াজ জামানের অবদান বিপুল। জন্মসূত্রে অবাঙালি পরিবারে জন্ম নিয়েও তিনি বাংলা সাহিত্যকে তুলে ধরেছেন  বৈশ্বিক পরিমণ্ডলে নিরলস অনুবাদ প্রচেষ্টায়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের খ্যাতিমান সাবেক এই শিক্ষক প্রত্যক্ষ করেছেন দেশভাগ ও মুক্তিযুদ্ধের মতো ঘটনাবলী। সম্প্রতি স্টার ইনসাইট মুখোমুখি হয়েছিল তাঁর জীবনের নানা অভিজ্ঞতা শুনতে।