‘প্রলয় গ্যাং’ সদস্যদের শনাক্তে ঢাবিতে আন্তহল তদন্ত কমিটি

By নিজস্ব সংবাদদাতা, ঢাবি
28 March 2023, 13:39 PM
UPDATED 28 March 2023, 19:49 PM

'প্রলয় গ্যাং' সদস্যদের চিহ্নিত করতে আন্তহল তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুনকে কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এম এল পলাশকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়াও, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার এ এফ রহমান হল, কবি জসীম উদ্দীন হল, জগন্নাথ হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, জিয়া হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং মাস্টার দা সূর্যসেন হলের প্রভোস্টকে কমিটির সদস্য করা হয়েছে।

কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত 'প্রলয় গ্যাং' নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উত্থানের কথা জানা যায়। কথিত এই গ্যাং সদস্যদের আচরণে বখাটেপনা ও উচ্ছৃঙ্খলতার বহিঃপ্রকাশ ঘটেছে। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলা পরিপন্থী এই গ্যাং কার্যক্রম কোনোভাবেই কাম্য হতে পারে না।