জকসু নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে: কমিশনার
জকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। ছবি: স্টার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সিংহভাগ হলে ৬০ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোটগ্রহণ হওয়া ৩৯টি কেন্দ্রের মধ্যে সিংহভাগ কেন্দ্র থেকেই ব্যালট ইতোমধ্যে চলে এসেছে।
তবে সাড়ে তিনটার মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও কিছু কেন্দ্রে ভোটগ্রহণ তখনো চলছিল।
কমিশনার মোস্তফা বলেন, 'আমরা কেন্দ্রগুলোকে বলে দিয়েছি, শিক্ষার্থীরা লাইনে থাকলে তাদের সবার ভোট দেওয়ার ব্যবস্থা করেই কেবল ভোটগ্রহণ বন্ধ করা যাবে। কিছু কেন্দ্রে এখনো লাইনে কিছু শিক্ষার্থী আছে, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।'